তুমি তো আমার পালক দেখেছো উড়াল দেখোনি মাগো
আজকে তোমার মায়ার ছায়াতে বেধোনা আমার পাখা
আমিও এখন উড়তে শিখেছি তোমার মতোই একা
আকাশটা তার বিশাল বুকের জমিন দিয়েছে মেলে।
আজকে আমার আকাশ দেখার দিন-
আজকে আমার নিজেকে চেনার দিন-
দু’পাখা আমার চঞ্চল বড় বাতাস কাঁপাতে চায়
মেঘের সাগরে নিজেকে ভাসাতে ব্যকুল হয়েছে মন
দু’ঠোঁট আমার প্রথম শিকারে ব্যর্থ হবে না দেখো
আজকে আমার প্রথম উড়াল নিজেকে চেনার দিন।