অভিযোগ / সাইফ আলি

আমি নাকি বড় অন্ধকারকে চিনি
আমি নাকি শুধু হতাশার কথা বলি
এই ছিলো তার অভিযোগ;
এই ছিলো তার বিদায় বেলার কথা।

আমি নাকি বেশি কান্নাকে ভালোবাসি
আমি নাকি ব্যথা বুকের ভিতরে নিয়ে
ঘুরি; এই তার অভিযোগ।
আমি নাকি রাত-নিজঝুম নিরবতা।

কি করে বোঝাবো আলোর পেছনে ছুটে
দেখেছি শুধুই সূর্য অস্ত যাওয়া
গোধূলীর লাল; তারপর
আবার সন্ধ্যা রাতের নির্জনতা।

এখানে আপনার মন্তব্য রেখে যান