ফোটা ফোটা জল
এতোটা অতল…
নতজানু আখি
থরথর পাখি
হারিয়েছে যেনো
ওড়ার স্বপ্ন
হারিয়েছে যেনো সব কোলাহল
ফোটা ফোটা জল
এতোটা অতল…
কিছু ভাঙা মেঘ
বুকে ধরে কিছু সাগরের পানি
চোরা জানালার পর্দা এড়িয়ে
ছুঁয়ে দিলো যেনো ভেজা ফুলদানী।
ছুঁয়ে দিলো ফুল
কিছু কিছু ভুল
ছুঁয়ে দিলো পাতা
কবিতার খাতা
ছুঁয়ে দিয়ে গেলো কিছু ভাঙা মেঘ
ফোটা ফোটা জল অতল আবেগ…
শ্রাবণের নয় অঝর বৃষ্টি
প্লাবনের নেই সম্ভাবনাও
তবুও থামাও
তবুও থামাও…
ফোটা ফোটা জল
এতোটা অতল…

এখানে আপনার মন্তব্য রেখে যান