যদি অপ্রাপ্তি হয় প্রাপ্তির আকাঙ্খা
তবে অপূর্ণতার পূর্ণতা নিয়ে চলতে আমি রাজি
আমার মাথাটা প্রাপ্তির ভারে নুয়ে পড়লে
মনটা পরিপূর্ণ হয়ে গেলে
আমি তো আর মাথা উঁচু করে দাড়াতে পারবো না
তোমাদের সামনে।
আমার কাঁধ থেকে সমস্ত প্রাপ্তির ভার সরিয়ে নাও
আমাকে নিস্ব করে দাও
আমাকে শূন্য করে দাও
আমি আবার মাথা উঁচু করে দাড়াই;
অপূর্ণতা আমাকে তাড়া করুক
আমি ভারশূন্য এগিয়ে যাই আমার লক্ষ্যে।