ওরা নেয় অতল সভ্যতার ঘ্রাণ
আমি থাকি অরন্য সম্ভাবনায়
আর তুমি-
তুমি হলে মরুভূমি; মরুত্ববাদী
হায় শাহজাদী !
ওরা বাধে কংক্রিটে ঘর
আমি খুঁজি মেঠো পথ সবুজ সফর
আর তুমি-
তুমি বলো সবকিছু দিয়েছি কবর…
ওরা নেয় অতল সভ্যতার ঘ্রাণ
আমি থাকি অরন্য সম্ভাবনায়
আর তুমি-
তুমি হলে মরুভূমি; মরুত্ববাদী
হায় শাহজাদী !
ওরা বাধে কংক্রিটে ঘর
আমি খুঁজি মেঠো পথ সবুজ সফর
আর তুমি-
তুমি বলো সবকিছু দিয়েছি কবর…