তুমি বড়-

তুমি বড়
ঝড় বৃষ্টির কথা ভাবো, ভূমিকম্পের
কথা ভাবো, ভাবো আরো নানা
অনিষ্টের কথা

ভাবো এই পড়ো পড়ো
কুঁড়েঘরখানা
যদি পাল্টে যায়…

তাই নীল স্বপ্নের পাঁজা
পাঁজা করে ধরে তুমি বলো দালান দালান।

তুমি বড় অনাবৃষ্টির
কথা ভাবো, দুর্ভিক্ষের কথা ভাবো, আর
শস্যহীনতার

কথা ভেবে বলে ওঠো- হায়,
কি করে চলবে এই
পাখির সংসার।

আমি বলি – দেখো
ঠিকঠিক চালাবেন তিনি, যিনি গোটা জগৎ চালান।

এখানে আপনার মন্তব্য রেখে যান