“পথ ছিলো ভুল”- এ আফসোসে কাঁদবো নাতো?

পথিক তোমার পথের কি ভাই শেষ হবে না,
চলবে তুমি সকাল-দুপুর-সন্ধ্যা-রাতেও?
তোমার সাথে আমার কিছু গল্প ছিলো
খুব বেশি না, অল্প ছিলো। দাড়াবে ভাই?

এই যে পথে হাটছো তুমি তোমার সাথে
সঙ্গ দিতে অনেক সময় অনেক জনই
পা মিলিয়ে হঠাৎ কোথাও হারিয়ে গেছে,
তবুও তুমি হাটছো আজো এই কি নিয়ম?

অনেক নদীর পথ ঘুরেছে, শুকিয়ে গেছে, চর জেগেছে-
পাল্টিয়েছে সময় এবং চুলের কালার,
তবুও যেমন সূর্য ওঠে; হাটছো তুমি।
তবুও যেমন পূর্ণ চাদের চলছে হিসাব…

আমার শুধু একটা জিনিস ইচ্ছে জানার
এই যে জীবন এবং এসব টালবাহানার
সময় যখন ফুরিয়ে যাবে তোমার-আমার,
“পথ ছিলো ভুল”- এ আফসোসে কাঁদবো নাতো?

এখানে আপনার মন্তব্য রেখে যান