“ তোমার জন্য ছাদের উপরে ছাদ গড়া হল কত
তোমার জন্য বুক ভরা আজ কত গোলাপের ঘ্রাণ,
তোমার জন্য দেশী চামড়ায় বিদেশের প্রসাধনী
তোমার জন্য অবলিলাক্রমে ঝরে গেল কত প্রাণ।
তোমার জন্য পকেটে পকেটে অর্থের ছড়াছড়ি
তোমার জন্য ব্রিফকেস ভরা অবৈধ কাঁচামাল,
তোমার জন্য মাদকে মাদকে ছয়লাব সারাদেশ
তোমার জন্য এখানে সেখানে ছুটে চলা চিরকাল।
তোমার জন্য গাছপালা কেটে উজাড় শহর গ্রামে
তোমার জন্য সিনেমার গান, নাটকের সংলাপ,
তোমার জন্য পিচঢালা পথ, চার চাকাওয়ালা গাড়ি
তোমার জন্য পার্কের বেঞ্চ, উষ্ণ কফির কাপ।
তোমার জন্য বত্রিশ তলা বাড়ির মালিক সেও
ছাদ থেকে পড়ে পিচ ঢালা পথে জীবন বিলিয়ে দিল,
তোমার জন্য অবুঝ তরুনি গলায় ঢালল বিষ
তুমি নেই বলে প্রেমিক পুরুষ মৃত্যুকে বেছে নিল।
তোমার জন্য একশ বছর বয়সী বৃদ্ধ আজো
পথ চেয়ে আছে জীবনের সব সঞ্চয় সাথে করে,
তবুও কি সুখ আসবে না তুমি আসবে না কোনদিন
নাকি ডুবে যাবে আশার কিসতি আঁধারের গহ্বরে। ”
“ আমি তো কোমল জায়নামাজের জমিনে বেঁধেছি বাসা
আমি তো মায়ের আচল ছায়ায় রেখেছি আমার হাত
আমাকে দেখবে মধ্য রাতের নীরব অশ্রুপাতে
তবে কেন মিছে আমার জন্য এতটা রক্তপাত। ”
এখানে আপনার মন্তব্য রেখে যান