স্বপ্নের দৌড়

আমার স্বপ্ন তোমার পাহাড় বুক
আমার স্বপ্ন তোমার ঠোঁট ও চিত্ত
আমার স্বপ্ন দেহ মিলনের সুখ
এবং আমার সমগ্র অস্তিত্ব

আমার স্বপ্ন তোমাকেই শুধু পাওয়া
হয়ে থাকা শুধু তোমার প্রেমের ভৃত্য
তোমার স্বপ্ন রাজরানী হয়ে যাওয়া
আমার দু’হাতে রাজার মতন বিত্ত

তোমার স্বপ্ন আকাশে আকাশে ওড়ে
আমার স্বপ্ন তোমাকে ঘিরেই ঘোরে

আমার স্বপ্ন ঘুরতে ঘুরতে শেষে
তোমাকে ছুঁয়েই হয়ে গেল নিস্পন্দ
তোমার স্বপ্ন কোথায় যে কোন্ দেশে
খুঁজে খুঁজে ফেরে মায়াবী সুখ-আনন্দ!

আমার শান্তি তোমার একটি চুমায়
তুমি তো পাও না দেখতে শান্তি, অন্ধ
আমার নিবাসে দুঃখেরা যেন ঘুমায়
তুমি শুধু পাও দুঃখের দুর্গন্ধ

তোমার স্বপ্ন আকাশে মেলেছে পাখা
আমার দায় যে তোমাকেই ধরে রাখা!

এখানে আপনার মন্তব্য রেখে যান