এক মুঠো আলো নিয়ে ছেড়ে দিই রাতের কালোয়
তারাদের মতো করে জ্বলুক সে আলো মিটিমিটি
খারাপের ডাকঘরে পৌাছাক আমাদের এ চিঠি
পাপের অন্ধকারে নই
আজ মোরা দিনের আলোয়।
আমাদের মুখে মুখে সত্যের ফুল ফুটে থাক
আমাদের হাতে হাতে জ্বলে থাক জ্ঞানের মশাল
সত্য ও সুন্দর ছড়াক আলোর মায়াজাল
হৃদয় ফুলের মত করে
মোহনীয় সুবাস ছাড়াক।
আমরা জাতির কাছে শান্তির শ্বেত কবুতর
সাদা-সিদে ডানা মেলে ঘরে ঘরে বলে যাবো- ভাই
আকাশে তাকিয়ে দেখো আজ সেই কালো মেঘ নাই;
দেখো আজ সূর্যের মুখ
দেখো আজ নতুন প্রহর।
এক মুঠো হাসি নিয়ে কান্নার দ্বারে দ্বারে যাবো
এক মুঠো সুখ নিয়ে নাড়া দেবো কষ্টের দ্বারে
শীতল বৃষ্টি হয়ে গ্রীষ্মকে ভেজাবো জোয়ারে
কপালের দুঃখকে আজ
নিজের হাতেই খন্ডাবো।
সুন্দর
LikeLike