কি এক অদ্ভুত অহংকার তোমাকে পেয়ে বসেছে
পাহাড়ের মতো সিংহাসন গেড়ে বসতে চাচ্ছো পৃথিবীর বুকের উপর
পাড় ভাঙা নদীটার মতো কি এক অদ্ভুত জোয়ারে ভাসিয়ে নিতো চাচ্ছো আবাদি জমিন
একের পর এক শহর, বন্দর-বসতি তোমার আগুনে পুঁড়ে ছাই হয়ে যাচ্ছে
এ কোন দাবানল খেলায় মত্ত হলে তুমি!
অথচ তোমার হাতেই বেড়ে ওঠার কথা ছিলো সবুজ বৃক্ষের
তোমার ছোয়ায় দুলে ওঠার কথা ছিলো ফসলের মাঠ
তোমার দৃষ্টিতে ভালোবাসা কাম্য ছিল জানো
সরণার্থী শিবির নয়; তোমার হাতেই গড়ে ওঠার কথা ছিলো স্বপ্নের বসতি…
তুমি কি ভুলে গেলে-
পরবর্তি নিঃশ্বাসের লাইসেন্স তোমার অধিকারের বাইরে;
তোমার একান্ত হৃৎপিন্ডটাও জানতে চাবে না তোমার শেষ ইচ্ছের কথা!!