আমার যখন কান্না আসে
অশ্রু তোলে ডেউ,
তুমিই তখন হাসতে বলো
বলে না আর কেউ।
তুমিই শুধু চলতে বলো
পথ চিনিয়ে দাও,
সঙ্গীহীন এই নিস্বটাকে
আপন করে নাও।
ঘুমহারা এই দু’চোখ যখন
স্বপ্ন বোনে না,
কান্নাহারা রাত করি পার
জবান খোলে না।
ব্যার্থ হয়ে নিরাশ এ মন
যখন খোঁজে পথ,
তুমিই তখন আশার আলো
শক্তি ও হিম্মত।
মন্তব্য করুন