ভুলের মাশুলে কতটা পুড়বে দেশ
কতো ইতিহাস
কতো কাসুন্দি
কতো মশলার ঝাঁঝে
আমরা বাঁচবো এ রাজনীতির মরা শামুকের খাঁজে
তোমরা বলবে বেশ………
তোমাদের ছেলে বিদেশ পড়ুয়া
গেরুয়া বর্ণ গা
আমরা না হয় খালে বিলে ঝিলে
কানা বগিদের ছা-
তবে বলে রাখি পোড়াতে পোড়াতে
বানালে কয়লা কালো
বাতাসে শ্লোগানে কাঠ-খড়ি থেকে
দ্বিগুন জ্বলবো ভালো।