এখন আমি স্বপ্ন দেখি হাসবো বলে নতুন করে
অন্ধকারে জোনাক হয়ে জ্বলবো বলে মনের ঘরে
স্বপ্ন দেখি বাঁধবো বাসা সুখের ঘরে চড়ুই পাখি
সকাল হলে গাছের ডালে পাতার ফাঁকে উঠব ডাকি।
এখন আমি স্বপ্ন দেখি দূর আকাশে মেলবো ডানা
নীল আকাশে উড়াল দেবো, আমাকে কেউ করলে মানা
মানবো না তা নিজের যতো ইচ্ছে ঘুড়ি দূর-সুদূরে
ভাসিয়ে দেবো লাল-পরীরা যেখানটাতে বেড়ায় ঘুরে।
স্বপ্ন দেখি সাগর তীরে ঢেউয়ের সাথে খেলবো খেলা
নোনতা জলে আমার দু’পা ভিজিয়ে দিয়ে সন্ধ্যাবেলা
ফের হারাবো সাগর বুকে যেখানটাতে মুক্তা আছে
যেখানটাতে রাতের বেলা ঝিলমিলিয়ে জোসনা নাচে।
এখন আমি স্বপ্ন দেখি রাতের তারা বলছে হেসে
আমার মতো জ্বলতে থাকো অন্ধকারে আলোর বেশে
বলছে হাওয়া গন্ধ ঢালো ফুলের মতো আমার বুকে
বলছে মাটি আমার বুকে ঘুমিয়ে থাকো পরম সুখে।
এখানে আপনার মন্তব্য রেখে যান