ভুর ভুর কিছু ফিল্টার পোড়া ধোঁয়া
কালো ফুসফুসে জমায় কিছুটা ক্লেদ,
পোড়া ঠোঁটে কিছু ঠোসা পড়ে থাকে কথা
বলতে পারে না তবুও বলার জেদ।
রাস্তা শুধুই সস্তা প্রেমের মাঠ
আধুনিক প্রেম ক্যাফে রেস্তোরা ঘিরে,
তাইতো বালক ব্যর্থ প্রেমের বোঝা
কাঁধে চেপে ফের সাঝঘরে আসে ফিরে।
এরপর থাকে বছর গোনার পালা
লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকার ভান,
অতঃপর কিছু সনদপত্রে ঠাসা
ঝোলা কাঁধে করে ঘুরে ঘুরে হয়রান।
চাকরি মিলেছে শেষ;
ভালোবাসা গেছে চটির সঙ্গে ক্ষয়ে-
কাঁচাপাকা দাড়ি মাথায় শুষ্ক কেশ
বাল্যকালের ব্যর্থতা যায় বয়ে।

এখানে আপনার মন্তব্য রেখে যান