প্রেমিকার হাতজোড়া বাহারি সেলাই
মুখে শুষ্ক হাসি
বেকার প্রেমিক তোলে সিগারেটে ধোঁয়া…
প্রেমিকার শূন্য দৃষ্টি
প্রেমিকের মানিব্যগ,
প্রেমিকার শূন্য হাত
প্রেমিকের দীর্ঘশ্বাস।
অতঃপর-
প্রেমিকার নাকফুল
প্রেমিকের নষ্ট ফুসফুস;
ব্যর্থ হৃৎপিন্ডের গোলাপ।

প্রেমিকার হাতজোড়া বাহারি সেলাই
মুখে শুষ্ক হাসি
বেকার প্রেমিক তোলে সিগারেটে ধোঁয়া…
প্রেমিকার শূন্য দৃষ্টি
প্রেমিকের মানিব্যগ,
প্রেমিকার শূন্য হাত
প্রেমিকের দীর্ঘশ্বাস।
অতঃপর-
প্রেমিকার নাকফুল
প্রেমিকের নষ্ট ফুসফুস;
ব্যর্থ হৃৎপিন্ডের গোলাপ।
এখানে আপনার মন্তব্য রেখে যান