স্বপ্নচারী / সাইফ আলি

আকাশরে তোর নীলের সীমায় নিত্য উড়াল যার
তোকেই ভালোবেসে,
যেই পাখিটা মেলল ডানা; তার
খবর রাখিস তুই?

আকাশরে তোর বিশাল বুকের
একটুখানি দে
থাকবে আমার মন
তার চাঁদের সাথে তারার সাথে চলবে আলাপন।
হাসনাহেনা-জুঁই-
শিউলি-বকুল ফুলের মত করে
মন কুঠুরির স্বপ্নগুলো পড়বে শুধু ঝরে।

আকাশরে তুই একটু জা’গা দে
স্বপ্নচারী এই পাখিকে আপন করে নে।

আকাশরে তোর নীলের সীমায় নিত্য উড়াল যার
খবর রাখিস তার?

এখানে আপনার মন্তব্য রেখে যান