জীবন যখন হাট-বাজারে থমকে গেছে
তখন পাখি কি গান শোনাও;
ঘুমহারা এই একলা রাতে
জাগরণের স্বপ্ন বোনাও!!
রাত হয়েছে তবুও যখন ঘুম আসে না
দ্রোহের বীষে
তখন তুমি খামচে ধরে চোখের পাতা
বললে- সবাই ঘুমিয়ে কেনো;
বললে – সবাই আত্মহারা।
আজকে নতুন ডাক এসেছে। কোথায় কিসে
করলো এমন পাগল পারা-
বললে হঠাৎ – এ লাশ বেঁচার সওদা থামাও
দু’চোখ থেকে অন্ধকারের পর্দা নামাও…
আগুন জ্বালাও ; জ্বালাও আগুন
ফের জেগেছে আরেক ফাগুন।