ফলের ভারে নুঁইয়ে পড়া ডালের মত
আমিও যেন পড়ছি নুঁয়ে মাটির দিকে,
আঁধার কালো রাতের পরে ভোরের মত
কুচকে পড়া চামড়া ক্রমে হচ্ছে ফিকে।
বাহুর সে বল ক্রমেই যেন যাচ্ছে ক্ষয়ে
চশমা ছাড়া দেখি না স্পষ্ট করে,
সময় শুধু নদীর মত যাচ্ছে বয়ে
বাঁধার পাহাড় ভাঙে না আর মনের জোরে।
বেশ কিছু পথ পার হয়ে আজ পথের পাশে
ক্লান্ত বড়, জিরিয়ে নিতে ইচ্ছা জাগে,
এপথ ধরেই আবার নতুন পথিক আসে
যেমন কুঁড়ি পাপড়ি মেলে ফুলের বাগে।
পথ পুরনো পথিক নতুন, শেষ ঠিকানা
পথের ধারেই। হয়তো কোন আঁধার রাতে
আমার মতই ঘুমিয়ে পড়ার শয্যাখানা
বিছিয়ে নিয়ে দেখবে স্বপন; দূর অতীতে-
হারিয়ে যাওয়া পথের বাঁকে মধুর স্মৃতি।
আমার মতই বাহুর পেশি শুকিয়ে যাবে
মনের কোণে জমবে শুধু মরণ ভীতি
হৃদয় শুধু অতীতে ফের ফিরতে চাবে।
এখন আমি ঈর্ষা করি তারুন্যকে
দিনের শেষে যখন রাতের আঁধার আসে,
সবাই ঘুমায়, ঘুম আসে না আমার চোখে
শুভ্র কাফন জড়িয়ে থাকে ধবল কেশে।
বন্ধু ভাবি অস্ত যাওয়া সূর্যটাকে
উদয় বেলার গান আসেনা কন্ঠে আমার,
হয়তো কোন অবাঞ্চিত কাজের ফাঁকে
স্বপ্ন দেখি তারুন্যকে ফেরত পাবার।