আজকের সকালটা ভালো দিয়ে শুরু হোক
রাত হোক ভালো দিয়ে শেষ,
সারাদিন ভালো কাজ, এর মাঝে ডুবে থেকে
মুছে যাক খারাপের রেশ।
আজকের দিন হোক স্নেহ-মায়া-মমতার
হোক শুধু ভালোবাসবার,
অসহায় মানুষের পাশে যেয়ে দাঁড়াবার
মুখে হাসি ফুটিয়ে তোলার।
আজকের দিন হোক সত্য ও সততার
মিথ্যার হোক অবসান,
পাখি ডাকা এই ভোরে মুখে মুখে রটে যাক
সুন্দর পৃথিবীর গান।

মন্তব্য করুন