গাছটা তখন দুলছিলো সেই বাতাসে
ফুলছিলো ঢেউ খুব;
ঢেউ চিরে এক হঠাৎ ভাসা পাতা সে
হঠাৎ দিলো ডুব।
ঝড়ের পাকে খড়ের মতো সাথীরা
দল হারানো হাতিরা
কোথায় কে যে হায়..
শাহবাগের ঐ চত্তরে আজ
কারোর দেখা নাই।
মাঝে মাঝে জটলা পাকায় ছন্নছাড়া ঘূর্ণীতে
এখন তারা কেউ রাজি না পরস্পরের সুর নিতে।