গ্লাসটা উপুড় করে দাও
রঙিন সরাব থেকে বেঁচে থাক
কম্পিত কপোতির ঠোঁট
শীতল সরাব বলে কে তোমাকে দেখিয়েছে
নীলাভ তরল
পাজরের দগদগে ক্ষত ঝরা রস।
কার কথা চুপচাপ মেনে নিলে সহজ সরল
কার হাতে তুলে দিলে
জীবনের গোপন ব্যলট;
একবার কথা বলো
কথা বলো কম্পিত ঠোঁট…
কে তোমার চোখ কান চিবুকের তিলে
ফেলে প্রশ্বাস
কে তোমাকে রূপকথা বলে;
কম্পিত ঠোঁটে
কে ছোয়ায় নীল চুম্বন
কার হাতে তুলে দিলে ব্যলট গোপন?

এখানে আপনার মন্তব্য রেখে যান