নিপূন সিঁধেল তুমি
সিঁধ কাটো অলক্ষ্যে সবার
নাক ডেকে ঘুমায় বিশুদ্ধ ঘুম
অন্ধ চোকিদার।
শাবল-কোদাল চলে অবিরাম বুকের ভিতর
তুমি যদি একবার চোখ রাখো চোখে,
সব কিছু তুলে দিই তোমার দু’হাতে
চোখের পলকে।
কি এমন নিদারুন সিঁধ
কাটো তুমি বুকের ভিতর
চোখ বলে- তুমি ছিলে, ঠোঁট বলে- সাক্ষ্যি আমি
প্রিয়তমা; সুখের ভিতর।

এখানে আপনার মন্তব্য রেখে যান