সেদিন বড্ড চাঁদরাত ছিলো / সাইফ আলি

সেদিন বড্ড চাঁদরাত ছিলো ছাদটায়-
উড়ছিলো এক লাল টুকটুকে ওড়না
পাশের বাড়ির বারান্দাটায় একলা;
আমার দৃষ্টি আটকিয়ে গেলো ফাঁদটায়।

ওড়নাটা ছিলো আর ছিলো সেই হাতটা
কিন্তু হাতের আঙুলে ছিলোনা আংটি
তালুর উপরে ভর দিয়ে ছিলো থুতনি
থুতনিতে ছিলো কুচকুচে কালো তিলটা

আর ছিলো নাক কিন্তু ছিলোনা নাকফুল
পুরু দুটো ঠোঁট হঠাৎ হঠাৎ ফুলছিলো
চুলগুলো খুব আলুথালু ভাবে দুলছিলো
না হয় দেখার ভুলছিলো,
নাকফুল আর আংটি গড়েছি পরদিন
জোসনায় ধুয়ে সেদিন সন্ধ্যা রাত্রে
বললাম- এই ভালোবাসা টুকু রাখবে
তোমার গোপণ পাত্রে?

নির্বাক সে যে চেয়েছিলো কোন্ শূন্যে
উড়ছিলো শুধু পত্ পত্ করে ওড়না
চোখে চোখ রেখে কি দারূণ নৈপূন্যে
বললো- এসব ঘোর না?