এ চোখ শীতল বড়ো; উষ্ণতা দাও
অতল গভীরে এসো চিবুক ঠেকাও
হরিণী ঋণের বোঝা বাড়িও না আর
এ লতায় ঠোঁট রাখো; চুম্বন দাও।
এ প্রান্তে এসো
এই বিরহী নদীর সমতলে
কি গভির কম্পন ছুয়ে দেখো
কি নিবিড় স্রোত তার বুকের অতলে।
আরো এসো পার হও নদী
ন্ধদয় লতার স্বাদ পেতে চাও যদি
চপল হরিণী তুমি রেখে দেখো পা
এ বুকে সবুজ ঘাস উষ্ণ গালিচা।