কাঁটাতারে বিঁধে আছে শ্বেত কবুতর
বুকে তার ফেলানীর ঘ্রাণ
চোখে তার মৃত্যূ বিভিশীখা;
খসখসে আমার দু’হাতে
তুলি তার মখমল দেহ-
গোধুলি রঙিন চোখে অন্য পাড়ে দেখি
তুমি আছো চেয়ে;
ওগো বিদেশীনি
ভালোবাসি বলতে তো সীমানা দেখিনি।
অথচ এখন দেখো রক্তমাখা হাত
হাতে রাইফেল
তাক করে বসে আছি তোমার দিকেই
ভালোবাসি বলে তুমি যদি কোনোদিন
কাঁটাতার দিতে চাও পাড়ি
আমার বুলেটে বিঁধে গোধুলি রঙিন
করে নিও পরনের শাড়ি।