আজো সেই শ্রাবণের দিন আসে
রিমঝিম বৃষ্টিরা আসে না,
আজো সে আঁধার কালো রাত আসে
মধুর স্বপ্ন চোখে ভাসে না।
এখন চাঁদের আর প্রদ্বীপের
তফাৎটা খুব চোখে পড়ে না,
এখনো রাতের কালো ফিকে হয়
শুধু যেনো জোসনারা ঝরে না।
আজো সে বসন্তের দিন আসে
গাছে গাছে ফুল শুধু হাসে না,
যার আসা যাওয়া ছিল নিত্য
সেই জন আজ শুধু আসে না।
আজো সে নদীর জল বয়ে যায়
হৃদয়ে পুলক শুধু জাগে না,
কোকিলেরা কুহু গান গেয়ে যায়
সে গান আগের মত লাগে না।

এখানে আপনার মন্তব্য রেখে যান