ধুমকেতু

আমার বুকের গভীরটাতে
কষ্টগুলো লুকিয়ে আছে যেই সীমানায়
সেখানটাতে সুখপাখিটা রাখতে গিয়ে
চমকে উঠি, পূর্ণ দুখে কানায় কানায়।

কবে তুমি হঠাৎ রাতে আসলে ছুটে
ধুমকেতু
আমার বাতাস তোমার ধোঁয়ায় পূর্ণ হলো;
চূর্ণ হলে আমার বুকে কোন হেতু?

এখন আমার রাতের আকাশ
পূর্ণ পোঁড়া বাড়ির মতো
বাঁদুরে আর চামচিকায়,
মাঝে মাঝে রাতের বেলা
লালপরী আর নীলপরী
স্বপ্নগুলো হারিয়েছে দূর সীমায়।

আমি কি আর আগের মত চাঁদ তারা
মেঘে ঢাকা আকাশটাতে খুঁজতে যাই
তুমি গেছো সঙ্গে গেছে সবকিছু
শূন্য আমার আকাশটাতে কিচ্ছু নাই।

তোমাকে তাই বলছি আমি- ধুমকেতু
বুকের পাঁজর ভাঙলে তুমি কোন হেতু।

এখানে আপনার মন্তব্য রেখে যান