সারাদিন দেখলাম তুমি
সবুজ ঘাসের মতো
মেঘের পালক দেখে কাটালে সময়…
মেঘেরা বৃষ্টি নিয়ে এলো
বাতাসের ঘোড়া দাবড়িয়ে,
পাখির ছানার মতো বৃক্ষের আবডালে
নিলে আশ্রয়;
সারাদিন দেখলাম তুমি
দু’হাতে বৃষ্টি মেখে কাটালে সময়…
এদিকে একটা মেঘ
কি শীতল জল নিয়ে বুকে
তিলে তিলে ক্ষয় হয়ে গেল
নিদারুন বৃষ্টি অসুখে।

এখানে আপনার মন্তব্য রেখে যান