বেগুন গাছের পাতার ফাঁকে
টুনটুনিটা লুকিয়ে থাকে
আমি যদি যাই
টুনটুনিটা কোত্থেকে মা
অমনি খবর পায়?
আমি তো ওর কষ্ট দেবো না
এই কথাটা টুনটুনিকে বোঝাও তুমি মা।
টুনটুনিটা কোন ভাষাতে কথা বলে
বাঁশির মতো শব্দ করে কি কৌশলে
কেমন করে পাতার ফাঁকে বাধে ওরা বাসা
মাগো, টুনটুনিদের অমন কেনো ভাষা?
আমি টুনটুনিকে বলবো ডেকে- শোনো,
তোমার সাথে শত্রুতা নেই কোনো
আমি তোমার বন্ধু হতে চাই
মাগো, টুনটুনিদের ভাষা কোথায় পাই?