আমি যেদিন থাকবো না আর
ডাকবো না মা বলে,
তুমি কি মা কাঁদবে সেদিন
ভাসবে চোখের জলে?
আমার যেদিন পড়বে মাগো
হারিয়ে যাওয়ার ডাক,
তুমি কি মা বলবে খোকা
যাসনে কোথাও থাক?
দেখছো না মা ফিলিস্তিনে
কত্ত শিশু কাঁদে,
জীবনটাকে গড়ার আগেই
পড়ছে মরণ ফাঁদে?
কত শিশুর মা-বাবা নেই
যুদ্ধে গেছে মরে,
খেতে না পায়, রোগ যাতনায়
বাঁচবে কেমন করে?
ফিলিস্তিনের শিশুরা মা
ওরাও আমার ভাই,
মোরাও শিশু ওরাও শিশু
নাই ভেদাভেদ নাই।
এখানে আপনার মন্তব্য রেখে যান