যদি কেউ

যদি কেউ ছুটে যাই আকাশের প্রান্তে
চাঁদ-তারা-রংধনু বুক ভরে আনতে
আমি যাবো তার সাথে হবো তার সঙ্গী
পথ মাঝে ভয় ভীতি সব বাধা ভঙ্গি।

যদি চায় সাগরের ঢেউয়ে ঢেউয়ে ভাসতে
ককিলের সুর নিয়ে বসন্তে আসতে
আমি উপকূল হয়ে বুক পেতে রাখবো
কিংবা ব্যাকুল হয়ে কান পেতে থাকবো।

যদি কেউ মেঘ হয় ঘোলা ঘোলা দৃষ্টি
আমি হয়ে ঝরবো সে মেঘের বৃষ্টি।

এখানে আপনার মন্তব্য রেখে যান