খুকু বলে- দোয়েল পাখি
ভোরেই কেনো ডাকো;
রাতে কেনো ও ভাই তুমি
চুপটি করে থাকো?
দোয়েল বলে- ভোরে সবাই
ঘুমিয়ে থাকে তাই,
গানে গানে ভোর হয়েছে
জানিয়ে দিয়ে যাই।
সন্ধ্যা হলে বাসায় ফিরে
চোখ বুজে দিই ঘুম,
আর কথা না এখন আমি
আহারে চললুম।
খুকু বলে- দোয়েল পাখি
ভোরেই কেনো ডাকো;
রাতে কেনো ও ভাই তুমি
চুপটি করে থাকো?
দোয়েল বলে- ভোরে সবাই
ঘুমিয়ে থাকে তাই,
গানে গানে ভোর হয়েছে
জানিয়ে দিয়ে যাই।
সন্ধ্যা হলে বাসায় ফিরে
চোখ বুজে দিই ঘুম,
আর কথা না এখন আমি
আহারে চললুম।
এখানে আপনার মন্তব্য রেখে যান