নিজকে গড়ি

ফুলকুঁড়িরা স্বপ্ন দেখে
পাপড়ি মেলে ফুটবে,
পাখির ছানা স্বপ্ন দেখে
দূর আকাশে ছুটবে।

আমিও তাই স্বপ্ন দেখি
ফুলের মতো ফুটবো,
মিষ্টি মধু সুবাস দিয়ে
হৃদয়টাকে লুটবো।

পাখির মতো পাখনা মেলে
বিশ্ব ভ্রমন করবো,
জ্ঞানের আলোয় আলোকিত
হয়ে জীবন গড়বো।

স্বপ্নকুঁড়ি বন্ধু সবাই
নিজকে গড়ি এসো,
নিজকে যদি গড়তে পারি
গড়া হবে দেশও।

এখানে আপনার মন্তব্য রেখে যান