পৃথিবীর মানচিত্র ধরে, ঝটিকার মতো এক মাতাল যুবক
বলে, সব ভেঙেচুরে দেবো, শেষ করে দেবো…
কাচের গ্লাসের মতো, মুঠের ভেতর পুরে আর্তনাদ হাহাকার সর্বনাশ শোক
শুভেচ্ছা সাফল্য স্বাগতম ভালোবাসা করতালি সুখশয্যা কাম
হতাশা ও আশা-
অবিরাম
বলে তার একমাত্র ভাষা:
ভেঙেচুরে দেবো, শেষ করে দেবো…
সুখদুঃখ জন্মমৃত্যু শোকসভা হরতাল রক্তপাত খুন-
এইসব পুরোনো ‘নতুন’
চা-এর কাপের মতো ছুঁয়ে ছুঁয়ে যায় প্রতিদিন
স্টলে স্টলে, অসংখ্য হাত আর অসংখ্য ঠোঁট;
আর তাই মাতাল যুবক ধ্বংসাত্বক হাত নেড়ে নেড়ে ঝটিকার মতো দ্বিধাহীন
বলে, সব ভেঙেচুরে দেবো, শেষ করে দেবো সব কিছু উলট পালট…
মূলত যুবক আজ আমাদের সুগভীর সত্তার ভেতরে
যুদ্ধ করে, ভূমিকম্প করে, আটলান্টিসমুছে ফেলে অতলান্ত জলাশয় করে।

এখানে আপনার মন্তব্য রেখে যান