যাবে যদি রেখে যাও

সূর্যটা ডুবে যাক, রেখে যাক সন্ধ্যা
নিজঝুম রাত হোক কোলাহল বন্ধ্যা
নদী যাবে বয়ে যাক রেখে যাক শস্য
ভোর হোক কেটে যাক সকল আলস্য
ফুল ফুটে ঝরে যাক রেখে যাক গন্ধ
বাতাসেরা বয়ে যাক রেখে যাক ছন্দ
মেঘমালা চলে যাক রেখে যাক বৃষ্টি
তুমি যাবে চলে যাও রেখে যাও সৃষ্টি।

এখানে আপনার মন্তব্য রেখে যান