দাদুর ছাতা গাছের পাতা
দুলছে বাতাসে,
সাদা সাদা মেঘেরা ফুল
তুলছে আকাশে।
তার মাঝে এক রঙিন ঘুড়ি
উড়ছে আহা! বেশ,
নাটাই হতে ছুটছে খোকা
দুলছে কালো কেশ।
মেঘের কাছে রঙিন ঘুড়ি
খোকার চিঠি সে-
আমার প্রিয় বাগানটাকে
ভেজাও নিমিষে।
সবুজ পাতার মাঝে যখন
ফুঁটবে রঙিন ফুল,
একটা ঘুড়ি তোমায় দিতে
হবে না আর ভুল।

মন্তব্য করুন