ওরা যখন লেখার খাতা
বয়ের পাতা উল্টায়,
আমি তখন উদাস মনে
বটগাছের ঐ মূলটায়-
ভাবতে থাকি কেমন করে
আকাশের ঐ নীলটা,
উড়াল দিয়ে আসলো ছুয়ে
মস্ত ডানার চিলটা।
ওরা যখন ক্লান্ত হয়ে
বয়ের পাতা উল্টায়,
আমি তখন হাটতে থাকি
কান্ত নদীর কূলটায়।
ভাবতে থাকি কেমন করে
নদীর মতো ছুটবো,
কেমন করে চলার পথে
সকল বাধা টুটবো।
ওদের চোখে বর্ণমালা
যখন শুধু ভাসছে,
আমার চোখে চন্দ্র-তারা
মিটমিটিয়ে হাসছে।
এখানে আপনার মন্তব্য রেখে যান