পথশিশু

ওদের দু’চোখ অশ্রুভেজা
ওদের মুখে কান্না,
দু’দিন ধরে ওদের ঘরে
হয়নি কিছু রান্না।

কচি কচি বুকের মাঝে
পাথর চাপা কষ্ট,
পথের ধারে এমনি কতো
হচ্ছে জীবন নষ্ট।

পথে পথে ঘুরছে ওরা
দু’গাল খাবার জন্য,
সভ্যতার এই অসভ্যতায়
হার মেনেছে বন্য।

ওদের পিঠে চাপিয়ে বোঝা
সাহেব চলেন রাস্তা,
পথের ছেলে শ্রমিক ওরা
শ্রমটা বড় সস্তা।

ওদের দুখে কাঁদে না কেউ
আসে নাতো অশ্রু’
অসুখ হলে একলা ভোগে
পায় না সেবা শুশ্রু।

এখানে আপনার মন্তব্য রেখে যান