একটি বছর দু’চোখ ভিজিয়ে জলে
কাঁদো কাঁদো স্বরে বলে,
‘ভাই,
ছুটির ঘন্টা পড়েছে আমার, যাই।’
শুনে তার কথা ঘরের লোকটা ভাবে
একদিন সেও তার মতো চলে যাবে।
নতুন বছর দু’চোখে কাজল মেখে
কপালে ও ঠোঁটে রঙিন নকশা এঁকে
অঙ্গে ঝুলিয়ে গহনা ও দামি শাড়ি
দরজায় কড়া নাড়ে এসে তাড়াতাড়ি।
ঘরের লোকটা দরজাটা দিলে খুলে,
উল্লাসে খুব, ঝড়ো হাসি মুখে তুলে
নতুন বছর বললো, ‘হে গৃহবাসী,
আসি?’
ঘরের লোকটা তার দিকে চেয়ে ভাবে
সময় ফুরোলে এই হাসি মুছে যাবে।