বিশ্বাসের ভাটিয়ালি

বেপরোয়া এ-বাতাসে মাঝি তুমি ওড়াও বাদাম
অদৃষ্টের ঘাম মুছে দাঁড় ধরো ঠোসপড়া হাতে
কেটে চলো ক্রুব্ধ ঢেউ বিশ্বাসের আঘাতে আঘাতে
আর শুধু জপে যাও অস্তিত্বের আত্মীয়ের নাম

মাঝি তুমি তাঁর নামে বুকভাঙা ভাটিয়ালি গাও
মাঝি তুমি তাঁর নামে বেসামাল তোলো হে, জিগির
তরুণ বাতাসে দ্যাখো নদী কাঁপে, তরঙ্গ ও তীর
মাঝি তুমি এ-বাতাসে বিশ্বাসের বাদাম ওড়াও

অন্ধকার ঝরে পড়ে তাঁর নামে রাত্রি হয় ভোর
তাঁর নামে চাঁদ ভেঙে হয়ে যায় তর্মুজের ফালি
তাঁর নামে নদী হয় আকাঙ্ক্ষার মধুর নহর
মাঝি তুমি তাঁরই নামে বিশ্বাসের গাও ভাটিয়ালি

ক্রুব্ধ ঢেউ কেটে কেটে চাও যদি সৌভাগ্যের কূল
দাঁড় হাতে মাঝি তবে গেয়ে ওঠো রসুল রসুল

এখানে আপনার মন্তব্য রেখে যান