মানব ধর্ম / সাইফ আলি

যে বিষ তোমার শরীর করেছে নীল
যে বিষ তোমার রক্ত করেছে হীম
সে বিষ এখন ওরাও নিয়েছে তুলে
তোমার করুণ শেষ পরিণতি ভুলে।

তুমি চেয়েছিলে মানুষে মানুষে সাম্য
তুমি চেয়েছিলে মুক্ত-চিন্তা-বুদ্ধি
কিন্তু তোমার পথ ছিলো নাতো নির্ভুল
মানুষের মাঝে এভাবে আসে না সুদ্ধি।

তোমার মতন কজন ছাড়বে ঘরদোর
তোমার মতন কজন করেছে চিন্তা
এই জীবনের কিছু সমাধান মিললেও
সমস্যা ঠিক রয়ে গেছে গোটা মূলটায়।

মানবতাবাদ যতই দু’হাতে কপচাও
মানব ধর্ম ফাঁকা বুলি ছাড়া আর কি
বিশ্বাসে যদি না থাকে প্রভূর ভয়টা
ধর্মের রং ক্ষণে ক্ষণে যায় বদলে।

এখানে আপনার মন্তব্য রেখে যান