শেষ পাতা থেকে শুরু / সাইফ আলি

আগুনে পুড়েছে উপসংহার
সূচনাতে কিছু সংশোধনের বড়ো প্রয়োজন
উপন্যাসটা লেখা হয়ে গেছে
শেষ পাতা শুধু বাকী।

শেষ পাতা শেষ আগুনে পুড়েছে
মাঝ থেকে কিছু পাতা
না না সব ঠিক সাজানো গোছানো
সূচনাতে কিছু ভুল।

অক্ষরে নয় শব্দেও নয় সূচনাতে তবু ভুল
দাড়ি কমা সব ঠিকঠাক আছে
ভুল নেই এক চুল;
তবু ডায়রির শেষ পাতাটাতে লেখা-
‘সূচনাতে আছে ভুল’

শেষ পাতাটাই ছিঁড়ে ফেলে দাও
পাঠক জানুক শুরু-
‘প্রথম দৃষ্টি আশা হতাশায় বুক কাঁপে দুরুদুরু’

এখানে আপনার মন্তব্য রেখে যান