তোমার জন্য অনেক কিছুই লিখতে গেলাম
কলম সরলো না
অনেক অনেক আওয়াজ এসে কণ্ঠটাকেই রোধ করলো
তোমার চোখের প্রশ্ন নিয়ে লাইব্রেরিতে কাটিয়ে দিলাম
অনেকটা কাল দু’চোখ ভরলো না
লক্ষ-কোটি বর্ণমালা চোখের সামনে হারিয়ে গেলো…
তোমার জন্য লিখতে গিয়ে নিলদাড়াটায় ঘুন ধরেছে
চোখের আলো ঝাপশা হয়ে দৃষ্টিসীমায় ভীড় করেছে
ইচ্ছে হলেই কলম সরে বই হয়ে যায়
কিন্তু সে সব তোমার কাছে ‘কই’ হয়ে যায়…
এবার তোমার দৃষ্টি তুলে তাকাও তুমি ও কান্ডারী
আল কোরানের মাধুর্য্যতায় উঠুক গড়ে তোমার জীবন
দৃষ্টি তোলো ও সংসারি।
মন্তব্য করুন