কালকে ভোরবেলা পৃথিবী বদলালে
তোমাকে দেখব কি?
মনের প্রশ্নটা মনেই চেপে রেখে
দুচোখ বুজলাম তোমাকে খুঁজলাম…
তুমিতো আসলেনা আলতো উঁকি দিয়ে
জোছনা চাঁদ হয়ে;
তবে কি সারারাত এভাবে কেটে যাবে
এ অবসাদ বয়ে!
বর্ষা কেটে গেছে বৃষ্টি নামবে না
তবু এ মেঘেদের ঝগড়া থামবে না
দমকা বাতাসেরা ওড়ায় কার চুল
মনের জনোলার কাঁপছে পর্দাটা
না কি এ সব ভুল!
হোক না ভুল সব তবু এ মেঘমনে
জলুক বিদ্যুৎ,
কালকে ভোরবেলা পৃথিবী বদলালে
তোমাকে দেখব কি, ভাবনা অদ্ভুত!
এখানে আপনার মন্তব্য রেখে যান