– এইতো কেবল শীতের হাওয়া বইছে এলোমেলো
তুমিও তোমার খামখেয়ালী পোশাক বদলে ফেলো
শুকিয়ে যাওয়া সকল স্মৃতি-মলিন কাপড় গুলো
বদলে ফেলো;
তোমার জন্য বসন্তরাজ দরজা দেবে খুলে
তুমি তোমার ইচ্ছে মতো সবটা নিও তুলে।
আচ্ছা শোনো তোমার কাছে একটা খবর আছে?
নতুন পাতা আসবে যখন সকল গাছে গাছে
গাছের নিচে যেই ছেলেটা রোদ পোহাতে আসে
সারা রাতের শিশির ভেজা চুলে
তার কি হবে নতুন পোশাক?
নাকি, তার বেলাতে সবাই যাবে ভুলে?
আর যে ছিলো ছেড়া কাঁথার বুড়ি
নাতনি ছিলো এইতো বয়স কুড়ি
বাপ-মা হারা নাতনি নিয়ে কষ্টে যেতো দিন
তার কি হবে বসন্ত রঙ্গিন?
– খোকন শোনো, ওদের নিয়ে তোমরা যদি ভাবো
আমি-তুমি-আমরা সবাই একসাথে বদলাবো।