ভোর হলে ছোটো পাখি
বলে যায় শিওরে-
সকালের ঘুম নাকি
আলসের প্রিয় রে।
বাগানের ফোঁটা ফুল
মধু তার বাসনা,
বলে খোকা আখি খুল
এখন ঘুমাস না।
ঝিরঝিরে বাতাসেরা
বলে যায় উঠতে,
সকালের সোনা রোদে
প্রাণ খুলে ছুটতে।
দরজাটা খুলে দেখি
ফুলকুঁড়ি ফুটেছে,
প্রজাপতি ভ্রমরেরা
দলে দলে জুটেছে।

মন্তব্য করুন