জোনাকি

একদিন রাত্রে
দেখলাম জানো কি?
মিটিমিটি জ্বলছে
ছোটো এক জোনাকি।

আমি তাকে বললাম-
দেবে আলো আমাকে?
রাতভর জ্বলবো
সাথি করে তোমাকে।

আমাদের বাশবন
ঝাউবন যেখানে,
মিটিমিটি জ্বলবো
দুইজন সেখানে।

আব্বু ও আম্মুরা
খোকাদের বলবে-
তোমরাও সমাজের
আলো হয়ে জ্বলবে।

আঁধারের বুকে মোরা
ছোটো দুই জোনাকি
মানুষেরা বলবে-
মায়াজাল বোনা কি?

এখানে আপনার মন্তব্য রেখে যান