গাছের পাতা উঠলো দুলে
নাচলো ময়ূর পেখম তুলে
মেঘের ভেলা আসলো ভেসে
বর্ষা এলো ভাটির দেশে।
বর্ষা এলো মেঘের জালে
রিমঝিমিয়ে টিনের চালে,
জাগলো কদম ডালে ডালে
বর্ষা এলো মধুর তালে।
বর্ষা এলো ডাকলো ব্যাঙ
রাতদুপুরে ঘ্যাঙর-ঘ্যাঙ।
গাছের পাতা উঠলো দুলে
নাচলো ময়ূর পেখম তুলে
মেঘের ভেলা আসলো ভেসে
বর্ষা এলো ভাটির দেশে।
বর্ষা এলো মেঘের জালে
রিমঝিমিয়ে টিনের চালে,
জাগলো কদম ডালে ডালে
বর্ষা এলো মধুর তালে।
বর্ষা এলো ডাকলো ব্যাঙ
রাতদুপুরে ঘ্যাঙর-ঘ্যাঙ।
এখানে আপনার মন্তব্য রেখে যান