হৃদয়ের যত গান
মন খুলে গাও,
বাগানের ফুল হয়ে
সুবাস ছড়াও।
পাখিদের মতো দূর
আকাশের গায়,
ভ্রমরের মতো সুর
তোলো বাগিচায়
আঁধারের বুকে চাঁদ
জোছনা ছড়াও,
উদয়ের রবি আলো
বিলি করে দাও।
তোমাদের আঙিনায়
উদয়ের গান,
তোমরাই এ জাতির
আগামীর প্রাণ।
হৃদয়ের যত গান
মন খুলে গাও,
বাগানের ফুল হয়ে
সুবাস ছড়াও।
পাখিদের মতো দূর
আকাশের গায়,
ভ্রমরের মতো সুর
তোলো বাগিচায়
আঁধারের বুকে চাঁদ
জোছনা ছড়াও,
উদয়ের রবি আলো
বিলি করে দাও।
তোমাদের আঙিনায়
উদয়ের গান,
তোমরাই এ জাতির
আগামীর প্রাণ।
মন্তব্য করুন